কন্ট্রাক্ট গ্রোয়ার্স জোন কর্তৃক বীজ উৎপাদন ও সংগ্রহের ধাপ সমূহ
সদর দপ্তর থেকে বীজ উৎপাদন কর্মসূচি প্রাপ্তি |
|
প্রাপ্ত লক্ষ্যমাত্রার ভিত্তিতে ইউনিট ও ব্লকওয়ারী লক্ষ্যমাত্রা বিভাজন |
|
সার্ভে রেকর্ডের ভিত্তিতে স্কিমওয়ারী চাষি নির্বাচন ও স্কিম প্রস্তাবনা তৈরি |
|
স্কিম ও প্লট ভেরিফিকেশন এবং স্কিম অনুমোদন |
|
নির্বাচিত চাষির সাথে বীজ উৎপাদন চুক্তিনামা সম্পাদন |
|
ক্যাশ মেমোর মাধ্যমে নির্বাচিত চাষির নিকট ভিত্তি বীজ বিতরণ |
|
স্কিমের উৎপাদন পরিকল্পনা প্রণয়ন এবং নির্বাচিত চাষিদের নিয়ে গ্রুপ মিটিং ও প্রশিক্ষণ প্রদান |
|
স্কিমে বীজ উৎপাদন কার্যক্রম পরিচালনা এবং তদারকি |
|
প্রথম পরিদর্শন : বীজ ফসলের গুণগত মান উন্নয়নের দিক নির্দেশনা প্রদান (রোপন/বপন শেষে) |
|
দ্বিতীয় পরিদর্শন : বীজ ফসলের গুণগত মান উন্নয়নের দিক নির্দেশনা এবং সম্ভাব্য ফলন নির্ণয় (ফ্লাওয়ারিং স্টেজ শেষে) |
|
তৃতীয় পরিদর্শন : বীজ ফসলের গুণগত মান উন্নয়নের দিক নির্দেশনা এবং সম্ভাব্য বীজ প্রাপ্যতা (রাইপেনিং স্টেজে) |
|
যৌথ পরিদর্শন : বীজ প্লট গ্রহণ বা বাতিল (এস.সি.এ/অনুমোদিত কমিটি কর্তৃক) |
|
সদর দপ্তর থেকে বীজ সংগ্রহ লক্ষ্যমাত্রা প্রাপ্তি (তৃতীয়/যৌথ পরিদর্শনের ভিত্তিতে) |
|
স্কিমে বীজ ফসল কাটা, মাড়াই, পরিস্কার, শুকানো এবং সংরক্ষণ কার্যক্রম তদারকি |
|
প্রাপ্ত লক্ষ্যমাত্রার ভিত্তিতে ব্লক ও স্কিমওয়ারী লক্ষ্যমাত্রা বিভাজন |
|
প্রাপ্ত লক্ষ্যমাত্রা অনুযায়ী চাষিদের নিকট বস্তা বিতরণ |
|
বীজ বিভাগের সংগ্রহ কেন্দ্র ঘোষণা এবং সংগ্রহ কেন্দ্রে বীজ গ্রহণ (বীজ মান অনুযায়ী) |
|
বীজ ক্লিনিং, বস্তা ভর্তি, মাকিং, ওজন করা, স্ট্যাকিং ইত্যাদি |
|
বীজ পরিক্ষা এবং মানসম্প্ন্ন বীজ বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রে প্রেরণ |
|
বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র কর্তৃক চুড়ান্তভাবে বীজ গ্রহণের ইনভয়েজ প্রাপ্তি |
|
বীজ উৎপাদন খরচ নির্ণয় এবং বীজের মূল্য প্রদানের প্রস্তাবণা প্রেরণ |
|
বীজের মূল্য প্রাপ্তি সাপেক্ষে চাষিওয়ারী গৃহীত বীজের ভিত্তিতে হিসাবে দেয় চেক প্রদান |
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS