Wellcome to National Portal
Main Comtent Skiped

Service List

কন্ট্রাক্ট গ্রোয়ার্স জোন কর্তৃক বীজ উৎপাদন ও সংগ্রহের ধাপ সমূহ

সদর দপ্তর থেকে বীজ উৎপাদন কর্মসূচি প্রাপ্তি

 

প্রাপ্ত লক্ষ্যমাত্রার ভিত্তিতে ইউনিট ও ব্লকওয়ারী লক্ষ্যমাত্রা বিভাজন

 

সার্ভে রেকর্ডের ভিত্তিতে স্কিমওয়ারী চাষি নির্বাচন ও স্কিম প্রস্তাবনা তৈরি

 

স্কিম ও প্লট ভেরিফিকেশন এবং স্কিম অনুমোদন

 

নির্বাচিত চাষির সাথে বীজ উৎপাদন চুক্তিনামা সম্পাদন

 

ক্যাশ মেমোর মাধ্যমে নির্বাচিত চাষির নিকট ভিত্তি বীজ বিতরণ

 

স্কিমের উৎপাদন পরিকল্পনা প্রণয়ন এবং নির্বাচিত চাষিদের নিয়ে গ্রুপ মিটিং ও প্রশিক্ষণ প্রদান

 

স্কিমে বীজ উৎপাদন কার্যক্রম পরিচালনা এবং তদারকি

 

প্রথম পরিদর্শন : বীজ ফসলের গুণগত মান উন্নয়নের দিক নির্দেশনা প্রদান (রোপন/বপন শেষে)

 

দ্বিতীয় পরিদর্শন : বীজ ফসলের গুণগত মান উন্নয়নের দিক নির্দেশনা এবং সম্ভাব্য ফলন নির্ণয় (ফ্লাওয়ারিং স্টেজ শেষে)

 

তৃতীয় পরিদর্শন : বীজ ফসলের গুণগত মান উন্নয়নের দিক নির্দেশনা এবং সম্ভাব্য বীজ প্রাপ্যতা (রাইপেনিং স্টেজে)

 

যৌথ পরিদর্শন : বীজ প্লট গ্রহণ বা বাতিল (এস.সি.এ/অনুমোদিত কমিটি কর্তৃক)  

 

সদর দপ্তর থেকে বীজ সংগ্রহ লক্ষ্যমাত্রা প্রাপ্তি (তৃতীয়/যৌথ পরিদর্শনের ভিত্তিতে)

 

স্কিমে বীজ ফসল কাটা, মাড়াই, পরিস্কার, শুকানো এবং সংরক্ষণ কার্যক্রম তদারকি

 

প্রাপ্ত লক্ষ্যমাত্রার ভিত্তিতে ব্লক ও স্কিমওয়ারী লক্ষ্যমাত্রা বিভাজন

 

প্রাপ্ত লক্ষ্যমাত্রা অনুযায়ী চাষিদের নিকট বস্তা বিতরণ

 

বীজ বিভাগের সংগ্রহ কেন্দ্র ঘোষণা এবং সংগ্রহ কেন্দ্রে বীজ গ্রহণ (বীজ মান অনুযায়ী)

 

বীজ ক্লিনিং, বস্তা ভর্তি, মাকিং, ওজন করা, স্ট্যাকিং ইত্যাদি

 

বীজ পরিক্ষা এবং মানসম্প্ন্ন বীজ বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রে প্রেরণ

 

বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র কর্তৃক চুড়ান্তভাবে বীজ গ্রহণের ইনভয়েজ প্রাপ্তি

 

বীজ উৎপাদন খরচ নির্ণয় এবং বীজের মূল্য প্রদানের প্রস্তাবণা প্রেরণ

 

বীজের মূল্য প্রাপ্তি সাপেক্ষে চাষিওয়ারী গৃহীত বীজের ভিত্তিতে হিসাবে দেয় চেক প্রদান